ঠাট্টা:- ইলিশায়কে ঠাট্টা করবার ফলে বন থেকে ভল্লুকী বেরিয়ে এসে বিয়াল্লিশজন ছেলেকে ছিঁড়ে ফেলে, ২ রাজা ২:২৩; যিহি ২২:৫; হাবা ১:১০। পিতর সতর্ক করে দিয়ে বলেছেন, খ্রীষ্ট-বিশ্বাসীদের ভাল বিষয় নিয়ে ঠাট্টা-বিদ্রƒপ করা যাদের ¯¦ভাব, তারা শেষকালে প্রভু যীশু খ্রীষ্টের ফিরে আসবার সময়ে এসেও ঠাট্টা-বিদ্রƒপই করবে, কারণ তারা নিজেদের কামনাবাসনা অনুসারেই চলে, ২ পিতর ৩:৩; যিহূদা ১৮ অধ্যায়।
ঠাণ্ডা-ঘর:- দেখুন: শীতল কামরা।
ঠেক্না:- দেখুন: পায়া।
ঠোঁট:- দেখুন ওষ্ঠ।