Bengali Bible Carey Version । পবিত্র বাইবেল (কেরী ভার্সন)
ষাঁড়:- হিব্র “বাকার,” অর্থ, “গবাদি পশু” বা “শূচি পশু,” আদি ১২:১৬; ৩৪:২৮;ইয়োব ১:৩,১৪; ৪২:১২; শস্য মাড়াইয়ের সময় তাদের মুখে জালতি না বাঁধার কথা বলা হয়েছে, দ্বি.বি. ২৫:৪; লূক ১৩:১৫;
১৪:৫। পবিত্র বাইবেলে ষাঁড়ের বিভিন্ন উল্লেখ রয়েছে: (১) শিংওয়ালা বলদ, যিশা ৬৫:২৫। কোন কোন অনুবাদে গাভীকেও বুঝানো হয়ে থাকে, নহি ৪:১৫; ষাঁড়, আদি ১২:১৬। (২) যে কোন বয়সের কিংবা স্ত্রী বা পুরুষ গরু জাতীয় প্রাণী বা গরু, হোশেয় ১২:১১। গণনা ১৮:১৭ পদে গাভীর উল্লেখ পাওয়া যায়, আবার লেবীয় ১৭:৩ ষাঁড়ের বিষয় উল্লেখ রয়েছে। (৩) অন্য আর একটি অনুবাদও একই অর্থে করা হয়েছে, যির ৩১:১৮। এটিকে বাছুর অর্থেও অনুবাদ করা হয়েছে, লেবীয় ৯:৩; মীখা ৬:৬। এটিকে ছাঁচে ঢালা গো-বৎসও
বলা হয়, যাত্রা ৩২:৪,৮; এবং ¯^র্ণের গোবৎসও বলা হয়, ১ রাজা ১২:২৮। (৪) উৎসর্গ দেওয়ার জন্য উৎসর্গকৃত ষাঁড়, বিচারকর্তৃকগণ ৬:২৫; যিশা ৩৪:৭; বাছুর,হোশেয় ১৪:২।